রূপালী ব্যাংকের ইমামগঞ্জ শাখা এখন নতুন ঠিকানায়

রূপালী ব্যাংক পিএলসির ইমামগঞ্জ শাখা নতুন ঠিকানায় কার্যক্রম শুরু করেছে। আনুষ্ঠানিকভাবে গতকাল ঢাকার ১৫/১৬ ইমামগঞ্জের এ কে ফেমাস ট্রেড সেন্টারে স্থানান্তরিত শাখাটি উদ্বোধন করেন এমডি কাজী মো. ওয়াহিদুল ইসলাম। এ সময় ব্যাংকের ঢাকা দক্ষিণ বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক তানভীর হাসনাইন মইন ছাড়াও উপ-মহাব্যবস্থাপক আফরোজা সুলতানা, রমেশ চন্দ্র সিকদার, মো. আলমগীর হোসেন, মো. আহসান উল্লাহ, মো. গোলাম মোস্তফা ও শাখা ব্যবস্থাপক মো. মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন আমন্ত্রিত অতিথি, গ্রাহক ও ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তারা।