অগ্রণী ব্যাংক পিএলসির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

অগ্রণী ব্যাংক পিএলসির ১৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ। সভায় প্রধান অতিথি ও সরকারের প্রতিনিধি হিসেবে ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক। এ সময় উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের পরিচালক ড. মোহাম্মদ ফজলুল হক, কবিরুল ইজদানী খান, মোহাম্মদ সুলতান মাহমুদ, মুজাফফর আহম্মদ, মো. সাঈদ কুতুব এবং মো. রিজওয়ানুল হুদা, অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. আনোয়ারুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষক মো. আমজাদ হোসেন খান। এছাড়া ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক ও নিরীক্ষা ফার্মের প্রতিনিধিরা। সভায় সর্বসম্মতিক্রমে ২০২৪ সালের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুমোদিত হয়।