দিনব্যাপী ব্যামেলকো ট্রেনিং প্রোগ্রাম করেছে ব্যাংক এশিয়া

ব্যাংক এশিয়ায় কর্মরত অ্যান্টি-মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসারদের অংশগ্রহণে দিনব্যাপী ‘ব্যামেলকো ট্রেনিং প্রোগ্রাম ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ঢাকায় ব্যাংক এশিয়া ইনস্টিটিউট ফর ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্টে এ আয়োজনের উদ্বোধন করেন ব্যাংকের ডিএমডি, ক্যামেলকো ও হেড অব চ্যানেল ব্যাংকিং মোহাম্মদ জিয়াউল হাসান মোল্লা। এ সময় ডিএমডি মির্জা আজহার আহমদ ও আখতারুদ্দিন মাহমুদ এবং এসইভিপি ও জোনাল হেড তানফিজ হোসাইন চৌধুরী উপস্থিত ছিলেন। রিসোর্স পারসন হিসেবে ছিলেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) যুগ্ম পরিচালক মো. হাফিজুর রহমান খান ও মো. মাহমুদুল হক ভূঁইয়া।