মার্কেন্টাইল ব্যাংক ও বিএইচবিএফসির মধ্যে চুক্তি স্বাক্ষর

মার্কেন্টাইল ব্যাংক পিএলসি ও বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের (বিএইচবিএফসি) মধ্যে গ্রাহক সেবাসংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। এ উপলক্ষে রোববার ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় মার্কেন্টাইল ব্যাংকের এমডি মতিউল হাসান ও বিএইচবিএফসির এমডি মো. আব্দুল মান্নান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ব্যাংকের ডিএমডি মো. জাকির হোসাইন ও বিএইচবিএফসির ডিজিএম মোহাম্মদ নজরুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এ চুক্তির আওতায় গ্রামীণ ও উপশহরীয় আবাসন প্রকল্পের (দ্বিতীয় পর্যায়) গ্রাহকদের ব্যাংকিং সেবা দেবে মার্কেন্টাইল ব্যাংক।