South east bank ad

কার্ড ছাড়া কিস্তিতে ডিভাইস-বান্ডেল দিচ্ছে গ্রামীণফোন ও পামপে

 প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

কার্ড ছাড়া কিস্তিতে ডিভাইস-বান্ডেল দিচ্ছে গ্রামীণফোন ও পামপে

দেশে প্রথমবারের মতো ডিভাইস-বান্ডেল কেনায় কার্ডবিহীন কিস্তি সুবিধা চালু করেছে গ্রামীণফোন ও পামপে। এর মাধ্যমে ক্রেতারা ক্রেডিট কার্ড ছাড়াই স্মার্টফোন ক্রয়ের পাশাপাশি দীর্ঘমেয়াদি ডাটা ও ভয়েস প্যাকেজ কিনে কিস্তিতে দাম পরিশোধের সুযোগ পাবেন। এ উপলক্ষে সম্প্রতি ঢাকার জিপি হাউজে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় গ্রামীণফোনের জ্যেষ্ঠ পরিচালক ও হেড অব ইন্টারনেট অ্যান্ড ব্রডব্যান্ড মো. মাহবুবুল আলম ভূঁইয়া এবং পামপের সিওও ক্রিস চেং নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে গ্রামীণফোনের সিপিও সোলায়মান আলম, সিএমও ফারহা নাজ জামান ও চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার তানভীর মোহাম্মদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অন্যদিকে পামপের পক্ষে ছিলেন সিওও ক্রিস চেং ও সিএসও জ্যাক ঝাসহ সংশ্লিষ্ট প্রতিনিধিরা।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: