South east bank ad

সেভেন রিংস্ সিমেন্টের “জেনে গড়ি, নিজের বাড়ি” শীর্ষক সম্মেলন

 প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

সেভেন রিংস্ সিমেন্টের “জেনে গড়ি, নিজের বাড়ি” শীর্ষক সম্মেলন

দেশসেরা ব্র্যান্ড সেভেন রিংস্ সিমেন্ট সম্প্রতি চট্টগ্রাম শহরের একটি পাঁচ তারকা হোটেলে “জেনে গড়ি, নিজের বাড়ি” শীর্ষক সম্মেলনের আয়োজন করে। চট্টগ্রামের সম্মানিত বাড়ি নির্মাতা, প্রকৌশলী, স্থপতি ও কনসালটিং ফার্ম-এর প্রতিনিধিরা উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে বাড়ি নির্মাতাদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন চট্টগ্রামের হেড অব মার্কেটিং, সেলস্ এন্ড ডিস্ট্রিবিউশন জনাব এ বি এম ইফতেখার আলম সিদ্দীকী।


বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট অব বাংলাদেশ, চট্টগ্রাম সেন্টার-এর সহযোগী সদস্য জনাব ইঞ্জিনিয়ার অসিম সেন এবং সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার খান মোহাম্মদ আমিনুর রহমান। আরও উপস্থিত ছিলেন সেভেন রিংস্ সিমেন্টের ম্যানেজার মোঃ নুরুল আবরার, ডেপুটি ম্যানেজার মোঃ ফারুকসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। 


সেভেন রিংস্ সিমেন্টের বিজনেস ডেভেলপমেন্ট ও টেকনিকাল সাপোর্ট বিভাগের ইঞ্জিনিয়ার মোঃ আনাস বিন জোবায়ের সেভেন রিংস্ সিমেন্টের উৎপাদন প্রক্রিয়া, গুনগতমান এবং বাড়ি নির্মাণ সংক্রান্ত প্রয়োজনীয় মৌলিক বিভিন্ন বিষয়সমূহ উপস্থাপন করেন ।


উক্ত অনুষ্ঠানে সেরা দশজন সেভেন রিংস্ সিমেন্ট ব্যবহারকারীকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠান শেষে আকর্ষণীয় র‍্যাফেল ড্র-এর আয়োজন করা হয় এবং তাদের মাঝে বিভিন্ন ধরনের পুরস্কার বিতরণ করা হয়।


BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: