করোনা ভ্যাকসিন এর ২য় ডোজ নিলেন অতিরিক্ত সচিব মেসবাহ উদ্দিন
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আজ করোনা ভ্যাকসিন এর ২য় ডোজ নিলেনস্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, অফিসার্স ক্লাবের মহাসচিব মেসবাহ উদ্দিন। এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব শাহাদাত হোসেন, অধ্যাপক ডা: টাবলু, অধ্যাপক ডা: কাজল, অধ্যাপক ডা: রুমী,অধ্যাপক ডা: শাকিল, ডা: মাসুদ।
নিজে আক্রান্ত হয়ে সুস্থ হওয়ার পর আবারো তিনি মানুষের জন্য কাজ করে চলেছেন।করোনাকালে সমাজের নানা স্তরের মানুষজন চিকিৎসা সেবা খাদ্যসেবা নিশ্চিতকল্পে এগিয়ে আসেন অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মেজবাহ উদ্দিন। এর আগে ঢাকার দরিদ্র অসহায় মানুষের জন্য প্রায় দুই মাস ত্রাণসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করে প্রশংসিত হন। মেজবাহ উদ্দিনের একক প্রচেষ্টায় অফিসার্স ক্লাব ঢাকার সদস্য ও তাদের পরিবারের জন্য করোনাভাইরাসের নমুনা সংগ্রহের বুথ বসেছে অফিসার্স ক্লাব প্রাঙ্গণে। স্বাস্থ্য অধিদপ্তরের সহায়তায় প্রতিদিন এখান থেকে ৩০ জনের স্যাম্পল পরীক্ষা করানো হচ্ছে। আর ফলাফল মিলছে চব্বিশ ঘণ্টার মধ্যেই। শুধু তাই নয় ক্লাব সদস্য ও তাদের পরিবারের স্বাস্থ্য পরামর্শে ৬১ জন বিশেষজ্ঞ ডাক্তার কাজ করছেন। সদস্যরা এই ডাক্তারদের কাছ থেকে সহজেই টেলিমেডিসিন সেবা গ্রহণ করতে পারছেন।
উল্লেখ্য, জনহিতকর কাজ ও সবার সঙ্গে মিশে যাওয়ার অদ্ভুত ক্ষমতার কারণে মেজবাহ উদ্দিন সবার কাছেই তুমুল জনপ্রিয়। তিনি সরকারী কর্মকর্তাদের প্রতিনিধিত্বকারী সর্ববৃহৎ সংগঠন অফিসার্স ক্লাব ঢাকার সাধারন সম্পাদক। বিভিন্ন সামাজিক অনুষ্ঠান থেকে শুরু করে জনসেবামূলক কাজ, সাংস্কৃতিক পৃষ্ঠপোষকতাসহ নানা ক্ষেত্রে জড়িত থাকায় সবার সঙ্গেই তার হৃদ্যতা। বর্তমানে তিনি স্থানীয় সরকার বিভাগে অতিরিক্ত সচিব (উন্নয়ন) হিসেবে কর্মরত।বিসিএস ১১ ব্যাচের এই কর্মকর্তা এর আগে স্বরাষ্ট্র মন্ত্রির সাবেক পিএস, খুলনার জেলা প্রশাসক, চট্টগ্রাম এর জেলা প্রশাসক হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেছেন এবং বাংলাদেশের শ্রেষ্ঠ ডিসি হিসাবে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট থেকে পুরস্কৃত হন মেজবাহ উদ্দিন তার ক্যারিয়ারের শুরু থেকেই সততা ও নিষ্ঠার জন্য প্রশংসিত হয়ে আসছেন। কর্মক্ষেত্রে সততা এবং দক্ষতার জন্য একাধিকবার মাননীয় প্রধানমন্ত্রীসহ শীর্ষ পর্যায় থেকে পেয়েছেন নানা স্বীকৃতি।