মানিকগঞ্জে হকি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান
মানিকগঞ্জের নতুন জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফের সংবর্ধনা এবং মানিকগঞ্জ জেলায় হকি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান গতকাল ২৫ জুন শুক্রবার ২০২১ইং তারিখ বিকেল সাড়ে ৪টায় জেলা ক্রীড়া সংস্থায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জের নতুন জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ। এসময় তিনি জেলার ক্রীড়া সংগঠকদের সঙ্গে পরিচিত হয়ে মতবিনিময় করেন।
জাতীয় ক্রীড়া পরিষদ আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় জেলার অন্যান্য ব্যক্তি ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।