রাজবাড়ীতে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড আরোপ ও আদায়
গতকাল শুক্রবার ২৫ জুন ২০২১ইং তারিখে রাজবাড়ী বাজার, ডায়াবেটিক হাসপাতাল মোড়, গোদারবাজার ঘাট, উড়াকান্দা বাজার, দাদশী বাজার এলাকায় স্বাস্থ্য বিধি প্রতিপালনে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান।
রাজবাড়ীতে মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা নির্দেশনা অনুযায়ী করোনা ভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) -এর বিস্তার রোধকল্পে সার্বিক কার্যাবলি ও চলাচলে বিধি-নিষেধ আরোপ নিশ্চিত করতে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এ সময় আইন অমান্য করায় এবং স্বাস্থ্যবিধি ভঙ্গ করায় ৬ টি মামলায় মোট ২ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন রাজবাড়ী সদর থানা পুলিশের একটি টিম।
এছাড়া রাজবাড়ী প্রশাসনের পক্ষ থেকে সবাইকে সরকারের নির্দেশনা মেনে চলা, অতি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হতে, সঠিকভাবে মাস্ক পরিধান করতে, করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সহায়তা করতে বলা হয়েছে।