নারায়ণগঞ্জে দোকান খোলা রাখায় ২০ হাজার টাকা জরিমানা
নারায়ণগঞ্জে লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থান নিয়েছেন প্রশাসন। শনিবার জেলা প্রশাসন শহরে অভিযান পরিচালনা করেন। অভিযানে চাষাড়া আল হাকিম সেন্টারে জুতার দোকান চালু রাখায় তিন দোকানীকে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এর পাশাপাশি গ্রামিন বাজার নামে একটি দোকানকে বন্ধ করে দেওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.সাইদুজ্জামান হিমু।
সাইদুজ্জামান বলেন, সরকারি বিধিনিষেধ অমান্য করে চাষাড়া আল হাকিম ট্রেড সেন্টারে পপুলার এর নিচে জুতার শো-রুম চালু রাখার অপরাধে তিনটি জুতার শো-রুমকে খোলা রাখার অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নারায়ণগঞ্জে লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থান নিয়েছেন প্রশাসন।শনিবার (২৬ জুন) জেলা প্রশাসন শহরে অভিযান পরিচালনা করেন।
অভিযানে চাষাড়া আল হাকিম সেন্টারে জুতার দোকান চালু রাখায় তিন দোকানীকে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।এর পাশাপাশি গ্রামিন বাজার নামে একটি দোকানকে বন্ধ করে দেওয়া হয়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.সাইদুজ্জামান হিমু। সাইদুজ্জামান হিমু বলেন, আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।