নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের বৃদ্ধশ্রম ‘আনন্দবাড়ি’ পরিদর্শন
নারায়ণগঞ্জে সরকারি খাসজমিতে "আনন্দ বাড়ি" নামক একটি বৃদ্ধাশ্রম করার উদ্যোগ নিয়েছিলেন প্রাক্তন জেলা প্রশাসক মো: আনিছুর রহমান মিঞা। তার অনন্য এ উদ্যোগের সফল বাস্তবায়নে আজ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ মহোদয় জায়গাটি পরিদর্শন করেন এবং কাজটি এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশিপুরে এক একর জায়গায় নির্মিতব্য এ বৃদ্ধাশ্রমটি খুব দ্রুত প্রবীণদের জন্য নানা সুবিধাসহ বসবাসের উপযোগী করে গড়ে তোলা হবে।