রাজবাড়ীতে “তথ্য ও প্রযুক্তি কার্যক্রম বিকাশে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় আইসিটি অধিদপ্তরের করণীয়” শীর্ষক সেমিনার
গত ২৬ জুন রাজবাড়ী জেলা প্রশাসকের সভাপতিত্বে “তথ্য ও প্রযুক্তি কার্যক্রম বিকাশে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় আইসিটি অধিদপ্তরের করণীয়” শীর্ষক এক ভার্চুয়াল সেমিনার অনুষ্ঠিত হয়। উক্ত অনলাইন সেমিনারে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন আইসিটি অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মোঃ রেজাউল মাকছুদ জাহেদী । সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইসিটি অধিদপ্তরের পরিচালক (অর্থ এবং প্রশাসন) মোহাম্মদ আবুল হাশেম। এছাড়াও সেমিনারে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলার সিভিল সার্জন ডা. মোঃ ইব্রাহিম টিটন; অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাহাবুর রহমান শেখ; অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জয়ন্তী রূপা রায়, অতিরিক্ত পুলিশ সুপার, নির্বাহী প্রকৌশলী, এলজিইডি, রাজবাড়ী; জেলা মৎস্য কর্মকর্তা, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। সেমিনারে রাজবাড়ী জেলার সরকারি দপ্তরসমূহের প্রধানগণ সংযুক্ত ছিলেন।
সেমিনারে আলোচকবৃন্দ আইসিটি অধিদপ্তরের ভূমিকা ও চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষা, দুর্যোগ ব্যবস্থাপনা, চিকিৎসা ও স্বাস্থ্য, কৃষি, প্রযুক্তি, শিল্প, যোগাযোগ ও অন্যান্য ক্ষেত্রে করণীয় সম্পর্কে বিভিন্ন দিক আলোচনা করেন।