শিরোনাম

South east bank ad

ভেষজ বৃক্ষের বাগান করলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ

 প্রকাশ: ২৮ জুন ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   জেলা প্রশাসক

নারায়ণগঞ্জে গতকাল রোববার ২৭ জুন ২০২১ইং তারিখ ভেষজ বৃক্ষের বাগান করার পরিকল্পনা ও বাস্তবায়ন করেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ।খাদ্য, স্বাদ বাড়াতে, ওষুধ অথবা সুগন্ধের জন্যই শুধু না এমনকি চোখের শ্রান্তিও মেটায় ভেষজ বৃক্ষ।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ৫০ বছর পূর্তিতে ৫০ টি (৩৪ প্রকারের) ভেষজ বৃক্ষের বাগান করার অসাধারণ পরিকল্পনা ও বাস্তবায়ন করেন নারায়ণগঞ্জের ভিশনারী জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ।সার্কিট হাউজ প্রাঙ্গনে গড়ে তোলা এ ভেষজ বৃক্ষের বাগানে রয়েছে জয়তুন,নিম, নিশিন্দা, বাসক, অর্জুন, বহেরা, আমলকি ইত্যাদি ৩৪ প্রজাতির পঞ্চাশ টি ভেষজ বৃক্ষ।

BBS cable ad

জেলা প্রশাসক এর আরও খবর: