খুলনায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সভা
আজ ২৮জুন খুলনা জেলা প্রশাসেকর সম্মেলন কক্ষে জেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদােরর সঞ্চালনায় উক্ত সভায় ভার্চুয়ালি যুক্ত হন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব(সমন্বয় ও সংস্কার) মোঃ কামাল হোসেন। এসময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান, সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের উপাধ্যক্ষসহ অনেকে। এসময় খুলনার বর্তমান করোনা পরিস্থিতি নিয়ে সভায় আলোচনা করা হয় এবং করোনা ভাইরাস মোকাবেলায় চলমান লকডাউন বাস্তবায়নে গুরুত্বারোপ করা হয়।