রংপুর মহানগরীতে লকডাউন নিশ্চিতকরণে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট
আজ (২৮ জুন) রংপুর মহানগরীতে লকডাউন নিশ্চিতকরণে নগরীর গুরুত্বপূর্ণ স্থানসমূহে রংপুর জেলা প্রশাসন এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা ও নাজমুল হাসান এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়। মেট্রোপলিটন পুলিশ ও র্যাব-১৩ এর সদস্যগণ অভিযানে সহযোগিতা করেন।
এসময় সরকারি নির্দেশনা মোতাবেক লকডাউন নিশ্চিতে পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালিত হয়। জরুরি প্রয়োজন ছাড়া কাউকে বাইরে বের না হওয়ার বিষয়ে আহবান জানানো হয়।
লকডাউন নিশ্চিতকরণে রংপুর জেলা প্রশাসন এর পক্ষ থেকে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জেলা প্রশাসন সূত্র জানান।