জেলা প্রশাসক দিলসাদ বেগমের নির্দেশনায় রাজবাড়ীতে ত্রাণ সহায়তা বিতরণ অব্যাহত
রাজবাড়ীতে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে জেলা প্রশাসনের ত্রাণ সহায়তা বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।
গতকাল সোমবার ২৮ জুন ২০২১ইং তারিখ রাজবাড়ী জেলার জেলা প্রশাসক দিলসাদ বেগমের নির্দেশনা অনুসারে খানগঞ্জ এবং দাদশী ইউনিয়নের পঞ্চাশটি মৃৎশিল্পী পরিবারের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তহবিল হতে প্রাপ্ত ত্রাণ সহায়তা বিতরণ করা হয়।
এ ত্রাণ সহায়তার মধ্যে প্রতি প্যাকেটে চাল, ডাল, চিনি, আলু, সেমাই, তেল ইত্যাদি নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ছিল। উপকারভোগী জনগণ এসময় জেলা প্রশাসনের ত্রাণ কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।
জেলা প্রশাসকের পক্ষে ত্রাণ সহায়তা বিতরণ করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবরাজ চৌধুরী এবং মো. জাহাঙ্গীর আলম বাবু। এ সময় স্থানীয় ইউপি সদস্য ও এলাকার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে আয়োজিত এই কার্যক্রমে স্থানীয় জনগণকে স্বাস্থ্যবিধি প্রতিপালনে উৎসাহিত করা হয়।