ট্রেজারি শাখা পরিদর্শনকালে রাজবাড়ী জেলা প্রশাসক দিলসাদ বেগমকে গার্ড অব অনার প্রদান
আজ ৩০ জুন সকালে নিজ কার্যালয়ের ট্রেজারি শাখা পরিদর্শন করেন রাজবাড়ী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট দিলসাদ বেগম। এ সময় জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাহাবুর রহমান শেখ ও ভারপ্রাপ্ত ট্রেজারি অফিসার মো: আসাদুজ্জামান। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সরকার আবদুল্লাহ আল মামুন বাবু, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জয়ন্তী রূপা রায়, রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার ফাহমি মো: সায়েফ এবং জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ। এছাড়া, প্রশাসনিক কর্মকর্তা জনাব এ, এইচ, জিয়াউল হক এবং ট্রেজারি শাখার ট্রেজারি একাউন্টেন্ট মোঃ আমিন উদ্দিনসহ জেলা প্রশাসকের কার্যালয়ের অন্যান্য কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। ট্রেজারি শাখা পরিদর্শনের পূর্বে ট্রেজারি গার্ডের একদল চৌকশ পুলিশ সদস্য জেলা প্রশাসককে গার্ড অব অনার প্রদান করেন।