শিরোনাম

South east bank ad

নাটোরে লকডাউন বাস্তবায়নে অনড় সামরিক ও সিভিল প্রশাসন

 প্রকাশ: ০১ জুলাই ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   জেলা প্রশাসক

করোনা প্রতিরোধে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ কার্যকর করতে আজ বৃহস্পতিবার সকাল থেকে প্রচণ্ড বর্ষণ উপেক্ষা করে নাটোরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শামীম আহমেদের নেতৃত্বে জেলা প্রশাসনের সব ম্যাজিস্ট্রেট একযোগে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন।
নিয়মিত পুলিশ, আনসার ও র্যা বের পাশাপাশি সেনাবাহিনীর ৩ প্লাটুন ও বিজিবির দুই প্লাটুন সদস্যরা এসব অভিযানে সহায়তা দেন। পাশাপাশি রোভার স্কাউটসের সদস্যদের সহযোগিতায় নিচাবাজার এলাকায় সচেতনতা বাড়াতে কার্যক্রম ও মাস্ক বিতরণ করা হয়।
এছাড়া উপজেলাগুলোতে ইউএনও এবং এসিল্যান্ডদের নেতৃত্বে একইভাবে অভিযান পরিচালিত হয়। অভিযানে আরোপিত বিধি নিষেধ প্রতিপালনের পাশাপশি সরকারি নির্দেশ ভঙ্গের দায়ে অর্থদণ্ড দেওয়া হয়।

BBS cable ad

জেলা প্রশাসক এর আরও খবর: