নাটোরে লকডাউন বাস্তবায়নে অনড় সামরিক ও সিভিল প্রশাসন
করোনা প্রতিরোধে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ কার্যকর করতে আজ বৃহস্পতিবার সকাল থেকে প্রচণ্ড বর্ষণ উপেক্ষা করে নাটোরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শামীম আহমেদের নেতৃত্বে জেলা প্রশাসনের সব ম্যাজিস্ট্রেট একযোগে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন।
নিয়মিত পুলিশ, আনসার ও র্যা বের পাশাপাশি সেনাবাহিনীর ৩ প্লাটুন ও বিজিবির দুই প্লাটুন সদস্যরা এসব অভিযানে সহায়তা দেন। পাশাপাশি রোভার স্কাউটসের সদস্যদের সহযোগিতায় নিচাবাজার এলাকায় সচেতনতা বাড়াতে কার্যক্রম ও মাস্ক বিতরণ করা হয়।
এছাড়া উপজেলাগুলোতে ইউএনও এবং এসিল্যান্ডদের নেতৃত্বে একইভাবে অভিযান পরিচালিত হয়। অভিযানে আরোপিত বিধি নিষেধ প্রতিপালনের পাশাপশি সরকারি নির্দেশ ভঙ্গের দায়ে অর্থদণ্ড দেওয়া হয়।