জেলা প্রশাসক ও পুলিশ সুপার এর নেতৃত্বে পটুয়াখালীতে লকডাউন বাস্তবায়নে তৎপরতা অব্যাহত
কার্যকর লকডাউন বাস্তবায়নের অংশ হিসেবে জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন আজ পটুয়াখালী জেলার সদর উপজেলার কালিকাপুর চৌরাস্তা ও দুমকী উপজেলার লেবুখালী ব্রীজ সংলগ্ন লকডাউন এলাকা পরিদর্শন করেন । এসময় তিনি উপস্থিত বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, রোভার স্কাউট এর সদস্যসহ সংশ্লিষ্ট সকলকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য নির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ পিপিএম, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ হুমায়ূন কবির, স্থানীয় সরকারের উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) জি. এম. সরফরাজ, উপজেলা নির্বাহী অফিসার, দুমকী, পটুয়াখালী ও রোভার স্কাউট, পটুয়াখালী এর সদস্যগণ।