নাটোর জেলা প্রশাসকের লকডাউন এলাকা পরিদর্শন
সরকার ঘোষিত চলমান বিধিনিষেধ বাস্তবায়ন এবং কোভিড-১৯ চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদ আজ বড়াইগ্রাম ও গুরুদাসপুর উপজেলা পরিদর্শন করেন। এসময় তিনি উক্ত দুইটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে কোভিড-১৯ রোগীদের চিকিৎসা ব্যবস্থার সার্বিক খোঁজ খবর নেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
পাশাপাশি তিনি বড়াইগ্রাম উপজেলার উপলশহরে মুজিব বর্ষ উপলক্ষ্যে গৃহহীনদের মাঝে প্রদানকৃত ৫৩টি ঘর পরিদর্শণ করেন এবং তাদের সার্বিক খোঁজ খবর নেন।