অবৈধ দখলদার উচ্ছেদ এবং পরিষ্কারকরণ কর্মসূচি নোয়াখালী জেলা প্রশাসনের
নোয়াখালী জেলার জলাবদ্ধতা নিরসনে জেলা প্রশাসন কর্তৃক খালে অবৈধ দখলদার উচ্ছেদ এবং পরিষ্কারকরণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় নোয়াখালী পৌরসভার হাউজিং এলাকা থেকে সোনাপুর পর্যন্ত বিস্তৃত ছাগলমারা খালে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং পরিষ্কারের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আজ ৪ জুলাই জেলা প্রশাসক খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রমের এবং পরিষ্কারকরণ কর্মসূচির উদ্বোধন করেন। এ কর্মসূচিতে নোয়াখালী পৌরসভা সার্বিক সহযোগিতা প্রদান করছেন।