শিরোনাম

South east bank ad

লকডাউন বাস্তবায়নে কেরানীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের কঠোর তৎপরতা

 প্রকাশ: ০৫ জুলাই ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   জেলা প্রশাসক

রাজধানী ঢাকার কেরানীগঞ্জ করোনার হটস্পট হলেও বর্তমানে তা নিয়ন্ত্রণে রাখতে তৎপর রয়েছে প্রশাসন। সরকার ঘোষিত ৭ দিনের লকডাউনের গতকাল রোববার কেরানীগঞ্জে রিকশা ছাড়া অন্যান্য যানবাহন কম চলাচল করতে দেখা গেছে। বৃষ্টি উপেক্ষা করে র্যা ব, পুলিশ, বিজিবি, সেনাবাহিনী, সমন্বয়ে গঠিত উপজেলা লকডাউন মনিটরিং টিম আব্দুল্লাহপুর রুহিতপুর হাসনাবাদ কদমতলীসহ উপজেলার বিভিন্ন এলাকায় টহল অব্যাহত রাখে।
সরকার ঘোষিত বিধিনিষেধের সময় বিনা কারণে ঘর থেকে বের হওয়া ৩২ জনকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা করা হয়েছে।
এদের মধ্যে ৩১ জনকে ১৩ হাজার ৭০০ টাকা জরিমানা ও একজনকে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এছাড়াও প্রায় ঘণ্টাব্যাপী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত দেবনাথের নেতৃত্বে পুলিশ ও সেনাবাহিনীর সমন্বয়ে গঠিত টিম কদমতলী এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।
এ সময় রাস্তার চলন্ত যানবাহন তল্লাশি এবং বের হওয়ার কারণ জিজ্ঞাসা করে উপযুক্ত তথ্য প্রমাণের ভিত্তিতে তাদের চলাচলের সুযোগ দেওয়া হয়।যারা উপযুক্ত তথ্য দিতে পারেনি তাদেরকে জরিমানা করা হয়। এ সময় তার সঙ্গে থেকে তাকে সহযোগিতা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহেল, কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ আবু সালাম, ঢাকা জেলা দক্ষিন ট্রাফিক বিভাগের ইন্সপেক্টর পীযূষ বিশ্বাস, ইন্সপেক্টর শহীদুল ইসলাম শহীদসহ সেনা বাহিনীর একটি চৌকস দল।
কেরানীগঞ্জবাসীকে স্বাস্থ্যবিধি মেনে চলতে, সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রাখতে এবং সঠিকভাবে মাস্ক পরিধান করে নিজে বাঁচুন, পরিবার ও দেশকে বাঁচাতে সহায়তা করার জন্য প্রশাসনের পক্ষ থেকে আহ্বান করা হয়েছে।

BBS cable ad

জেলা প্রশাসক এর আরও খবর: