খুলনায় আকিজ গ্রুপের চেয়ারম্যান দিলেন হাইফ্লো ন্যাজাল ক্যানুলা
খুলনায় গতকাল সোমবার ২০২১ইং তারিখ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে হাইফ্লো ন্যাজাল ক্যানুলা হস্তান্তর ও চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
খুলনা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান তালুকদার আকিজ বেকার্স লিমিটেডের পক্ষ থেকে খুলনা সদর হাসপাতালে হাইফ্লো ন্যাজাল ক্যানুলা হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আকিজ গ্রুপের চেয়ারম্যান শেখ নাসির উদ্দিন খুলনা সদর হাসপাতালের জন্য সিভিল সার্জন, খুলনা ডা. নিয়াজ মোহাম্মদের কাছে হাইফ্লো ন্যাজাল ক্যানুলা হস্তান্তর করেন।
এর আগে জেলা প্রশাসক যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্তদের মধ্যে চেক বিতরণ অনুষ্ঠানেও অংশ নেন।
অনুষ্ঠান দুইটি জেলা প্রশাসকসম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।