শিরোনাম

South east bank ad

স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে কঠোর নজরদারি মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের

 প্রকাশ: ০৬ জুলাই ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   জেলা প্রশাসক

আজ ৬ জুলাই কোভিড-১৯ বিস্তার রোধকল্পে দেশব্যাপী চলমান লকডাউনের ৬ষ্ঠ দিনে মুন্সীগঞ্জ জেলায় স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে কঠোর নজরদারি অব্যাহত আছে। সরকারি নির্দেশনা অমান্য করে দোকান পাট খোলা রাখা, অহেতুক বাইরে ঘোরাঘুরি করা, জনসমাগম করা, মাস্ক পরিধান না করে বাইরে বের হওয়াসহ বিভিন্ন অপরাধে মুন্সীগঞ্জের সকল উপজেলা ও জেলা সদরে মোবাইল কোর্ট পরিচালনা ও জরিমানা করা হয়েছে। এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে জনসাধারণকে সচেতন করার লক্ষ্যে মাইকিং ও মাস্ক বিতরণ করা হয়। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণের নেতৃত্বে জেলা প্রশাসনের সাথে সমন্বয়ের মাধ্যমে পুলিশ, র‍্যাব, বিজিবি ও সেনাবাহিনী অভিযান পরিচালনায় সার্বক্ষণিকভাবে সহযোগিতা করে যাচ্ছে। পাশাপাশি স্বাস্থ্য বিধি নিশ্চিতকরণে স্থানীয় জনপ্রতিনিধিগণ জেলা প্রশাসনকে সহায়তা করে যাচ্ছে। সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করার জেলা প্রশাসকের কার্যালয়ে একটি সার্বক্ষণিক নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। জনস্বার্থে জেলা প্রশাসনের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

BBS cable ad

জেলা প্রশাসক এর আরও খবর: