"৩৩৩ নম্বরে কল করলেই যশোরে মিলছে খাদ্য সহায়তা"
বি এম আসাদ (যশোর):
সরকারি তথ্য সহায়তায় ব্যবহৃত ৩৩৩ নম্বরে কল করলেই খাদ্য সহায়তা পাচ্ছেন যশোরের মানুষ। জেলার আটটি উপজেলা ও জেলা প্রশাসকের কার্যালয় হতে করোনা কালীন এ সহায়তা প্রদান করা হচ্ছে।
এ ছাড়াও দূর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় থেকে প্রাপ্ত সব ধরণের খাদ্য ও নগদ অর্থ সহায়তা আনুপাতিক হারে এ জেলার সকল উপজেলা ও পৌরসভাগুলোতে বণ্টন করা হয়েছে। এসব খাদ্য ও নগদ অর্থ সহায়তাও চলমান রয়েছে৷
জেলা প্রশাসক মো তমিজুল ইসলাম খান বলেন, যশোর জেলায় সব ধরণের সহায়তা ও উপহার বিতরণ কার্যক্রম চলছে৷ কেউ খাদ্য সংকটে থাকলে অামরা সাথে সাথেই তার কাছে সহায়তা ও উপহার পৌঁছে দিচ্ছি৷ এজন্য সরকারের বিশেষ নম্বর ৩৩৩ এ কল করতে হবে৷ কল প্রাপ্তির সাথে সাথে খাদ্য নিয়ে অামরা হাজির হবো৷
জেলা প্রশাসন থেকে জানানো হয়, কোভিড-১৯ এর প্রাদূর্ভাব রোধকল্পে এ জেলায় কঠোর বিধিনিষেধ জারি হওয়ার পর অর্থাৎ জুন মাসের ১৫ তারিখ থেকে ৩০ তারিখের মধ্যে এ জেলার সকল উপজেলা ও পৌরসভায় ১০৫.৫ মেঃ টন চাল এবং নগদ ২ কোটি ০৯লাখ ৮৭ হাজার টাকা বণ্টন করা হয়েছে৷ এর মধ্যে যশোর সদর পৌরসভায় ২২ টন চাল ও ৫ লাখ ২০ হাজার টাকা, নওয়াপাড়া পৌরসভায় ৩ টন চাল ও ৫ লাখ টাকা, কেশবপুর পৌরসভায় ৩ টন চাল ও ৩ লাখ টাকা, বেনাপোল পৌরসভায় ৩ টন চাল ও ৫ লাখ টাকা, মনিরামপুর পৌরসভায় ৩ টন চাল ও ৩ লাখ টাকা, ঝিকরগাছা পৌরসভায় ৩ টন চাল ও ৩ লাখ টাকা, চৌগাছা পৌরসভায় ৩ টন চাল ও ৩ লাখ টাকা, বাঘারপাড়া পৌরসভায় ১ টন চাল ও ২ লাখ টাকা এবং সদর উপজেলার জন্য ১৫.৫ টন চাল ও ৩৩ লাখ ৩৫ হাজার টাকা, ঝিকরগাছা উপজেলায় ১০টন চাল ও ২০ লাখ ৩৯ হাজার টাকা, চৌগাছা উপজেলায় ২ টন চাল ও ১৯ লাখ ৩৯ হাজার টাকা, অভয়নগর উপজেলায় ৮ টন চাল ও ১৫ লাখ ৯২ হাজার টাকা , মনিরামপুর উপজেলায় ৪ টন চাল ও ৩২ লাখ ৪৩ হাজার টাকা, কেশবপুর উপজেলায় ৩ টন চাল ও ২১ লাখ ৩৯ হাজার টাকা, শার্শা উপজেলায় ৮ টন চাল ২১ লাখ ৩৯ হাজার টাকা, বাঘারপাড়া উপজেলায় ২ টন চাল ও ১৬ লাখ ৪১ হাজার টাকা প্রদান করা হয়েছে।
এ বরাদ্দ কোভিড ১৯ এ ক্ষতিগ্রস্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ, ৩৩৩ তে কল করা ব্যক্তি, গরীব অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ উপহার দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
এছাড়াও আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে ভিজিএফ কর্মসূচির আওতায় সরকার জেলাতে মোট ৩ লাখ ১০ হাজার ৭৯৭ টি পরিবারের প্রত্যেক পরিবারের জন্য ১০ কেজি চাল বরাদ্দ দিয়েছে৷ এর মধ্যে যশোর সদর পৌরসভায় ৪ হাজার ৬২১ টি, নওয়াপাড়া পৌরসভায় ৪ হাজার ৬২১ টি, কেশবপুর পৌরসভায় ৪ হাজার ৬২১ টি, বেনাপোল পৌরসভায় ৪ হাজার ৬২১ টি, মনিরামপুর পৌরসভায় ৪ হাজার ৬২১ টি, ঝিকরগাছা পৌরসভায় ৩ হাজার ৮১ টি, চৌগাছা পৌরসভায় ৩ হাজার ৮১ টি, বাঘারপাড়া পৌরসভায় এক হাজার ৫৪০ টি এবং সদর উপজেলায় ২২ হাজার ৮৭৩ টি, ঝিকরগাছা উপজেলায় ৫৯ হাজার ৭৬৫ টি, চৌগাছা উপজেলায় ৪৬ হাজার ৭৩৫ টি, অভয়নগর উপজেলায় ৪০ হাজার ৯৭৯ টি, মনিরামপুর উপজেলায় ৬৩ হাজার ৭৬২ টি, কেশবপুর উপজেলায় ১৫ হাজার১৩০ টি শার্শা উপজেলায় ২০ হাজার ১৭০ টি, বাঘারপাড়া উপজেলায় ১০ হাজার ৫৭৭ টি পরিবারের জন্য ১০ কেজি করে চাল বরাদ্দ প্রদান করা হয়েছে। চলতি মাসের ১৯ জুলাইয়ের মধ্যে বরাদ্দের চাল অতি দরিদ্র, অসহায় ও দুঃস্হ পরিবারের মাঝে বণ্টন করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।
এছাড়াও চলতি ২০২১-২২ অর্থবছরে কোভিডে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ, ৩৩৩ নম্বরে কল করে খাদ্য সহায়তা চাওয়া ব্যক্তিদের খাদ্য সহায়তা প্রদানের জন্য এ জেলায় ৩৫০ মেঃটন চাল ও নগদ ৭ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ পাওয়া গেছে।
এসব বরাদ্দ ছাড়াও আলাদা করে প্রতিটি পৌরসভার জন্য ১০ মেঃটন চাল নগদ এক লাখ টাকা বরাদ্দ এসেছে এবং তা পৌরসভার মেয়র এর অনুকূলে প্রদান করা হয়েছে।
যশোর জেলার জেলা প্রশাসন থেকে এই বরাদ্দ বণ্টনের বিষয়ে তদাকরি করা হচ্ছে৷ কোভিডের এসময় সবাইকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ঘরে থাকতে আহবান জানানো হয়েছে৷ যাদের সহায়তা প্রয়োজন হবে তাদের সকলকে সহায়তা দেয়ার ব্যবস্থা নেয়া হয়েছে৷