শিরোনাম

South east bank ad

ফরিদপুরে ৩০০ পরিবার প্রধানমন্ত্রীর উপহার পেয়ে স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করছে

 প্রকাশ: ১০ জুলাই ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   জেলা প্রশাসক

মুজিব বর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে পাওয়া নতুন ঠিকানায় স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করছেন ফরিদপুরের চরভদ্রাসনের মনোয়ারা, আসমাসহ সাড়ে ৩০০পরিবার। আগে যাদের ছিলনা মাথা গোজার কোন ঠাঁই, এখন আনন্দে ভরে উঠেছে তাদের জীবন। নতুন ঠিকানায় দিন কাটছে সুখে শান্তিতে এমনটাই জানিয়েছেন মনোয়ারা ও আসমাসহ অন্যান্য সুবিধাভোগী ব্যক্তিরা।
গাজীরটেক ইউনিয়ন ঢাকা বিভাগের ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলার একটি ইউনিয়ন। গাজীরটেকের চর সুলতানপুরের ডোবাডাঙ্গী গ্রামে বৃদ্ধ মনোয়ার বেগমকে দেওয়া নির্মিত ঘর নিয়ে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে একটি দুষ্কৃতিমহল প্রশ্ন তুলেছে।
ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সহকারী কমিশন ভূমিগণ মুজিবর্ষে প্রধানমন্ত্রীর উপহারের এ ঘরগুলো বিভিন্ন উপজেলায় তৈরি ঘরগুলো নিজেরা তদারকি করে নির্মাণ করেন।একটি মহল সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘরগুলো নিয়ে নানা অপপ্রচার চালায়। মহলটি আসমা বেগমের ঘরটি ভেঙে গেছে ও নিম্নমানের উপাদান দিয়ে তৈরি করা হয়েছে বলে প্রচার চালায়। যা আসলে সত্য নয়।
গত ২০ জুন দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে মাথা গোঁজার ঠাঁই পান জেলার ৯টি উপজেলার ১ হাজার ৫৭২ জন গৃহহীন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে কবিলিয়ত জমির খতিয়ান গৃহ দেওয়ার সনদসহ ঘরের চাবি হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন।
প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর ফরিদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে গৃহহীনদের হাতে ঘরের প্রতিকী চাবি তুলে দেন জেলা প্রশাসক অতুল সরকার ও পুলিশ সুপার মো. আলীম উজ্জামান বিপিএমসহ কর্মকর্তা ও প্রতিনিধিগণ। একই সময় জেলার ৮ উপজেলায় উপজেলা নির্বাহীগণ গৃহহীন ও ভূমিহীনদের হাতে ঘরের প্রতিকী চাবি তুলে দেন।সালথায় ২০০টি, সদরপুরে ৩৭০টি, মধুখালীতে ৪০টি, আলফাডাঙ্গায় ২৩০টি, বোয়ালমারীতে ১৩০টি, নগরকান্দায় ১১০টি, ভাঙায় ১৩৯টি ও চরভদ্রাসনে ২০০টি ঘরের চাবি অসহায় মানুষগুলোর হাতে তুলে দেওয়া হয়।
এর আগে প্রথম পর্যায়ে ফরিদপুর জেলায় ৯টি উপজেলায় ২০৩৫টি গৃহহীনকে ঘর দেওয়া হয়।জেলায় মোট ৩৬০৭টি গৃহহীন জমিসহ পেয়েছেন তাদের ঘর।
ঘরগুলো নির্মাণ করার সময় একাধিকবার বিভিন্ন উপজেলায় সরজমিনে পরিদর্শন করেন জেলা প্রশাসক অতুল সরকারসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক শামীম আহমেদসহ বিভাগীয় কর্মকর্তারা।

BBS cable ad

জেলা প্রশাসক এর আরও খবর: