ভূমিহীন ও গৃহহীনদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করলেন নোয়াখালীর জেলা প্রশাসক
নোয়াখালী জেলায় মুজিববর্ষ উপলক্ষ্যে সুবর্ণচর উপজেলার ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার 'ঘর' -এর চলমান নির্মাণ কাজ ও ইতোমধ্যে নির্মিত ঘরে বসবাসকারীদের বর্তমান অবস্থা পরিদর্শন করেন জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান।
এছাড়া অসহায় মানুষদের খোঁজ-খবরের পাশাপাশি করোনাভাইরাস মোকাবিলায় চলমান লকডাউনে কর্মহীন ও অসচ্ছল মানুষের মধ্যে গতকাল শুক্রবার ৯ জুলাই ২০২১ইং তারিখ প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী পৌঁছে দেন নোয়াখালীর জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান। এ সময় প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণের সময় অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।