শিরোনাম

South east bank ad

টিসিবির মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিক্রি শুরু নওগাঁয়

 প্রকাশ: ১০ জুলাই ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   জেলা প্রশাসক

নওগাঁয় কোভিড-১৯ বর্তমান পরিস্থিতিতে আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ ভর্তুকি মূল্যে আজ শনিবার ১০ জুলাই ২০২১ইং তারিখ চিনি, মশুর ডাল ও সয়াবিন তেল ভোক্তাদের কাছে নির্ধারিত ডিলারের মাধ্যমে ট্রাকে করে বিক্রি শুরু করেছে। একজন ক্রেতা টিসিবি থেকে সর্বোচ্চ ১ কেজি মশুর ডাল, ১ কেজি চিনি এবং ২ লিটার সয়াবিন তেল কিনতে পারবেন।
টিসিবির মাধ্যমে ভোক্তা পর্যায়ে খুচরা বিক্রয়মূল্য ধরা হয়েছে- চিনি প্রতি কেজি ৫৫ টাকা, মশুর ডাল প্রতি কেজি ৫৫ টাকা, সয়াবিন তেল প্রতি লিটার ১০০ টাকা, এরই ধারাবাহিকতায় আগামীকাল রোববার ১১ জুলাই ২০২১ইং তারিখে নওগাঁ সরকারি কলেজ মাঠে এবং কাঁঠালতলী এলাকায় দুইটি ট্রাকের মাধ্যমে চিনি, মশুর ডাল ও সয়াবিন তেল বিক্রয় করা হবে।
আগ্রহী ক্রেতা মাস্ক পরিধান করে, সামাজিক দূরত্ব বজায় রেখে উল্লেখিত স্থান থেকে প্রয়োজনীয় পণ্যদ্রব্যাদি কিনতে পারবেন।

BBS cable ad

জেলা প্রশাসক এর আরও খবর: