শিরোনাম

South east bank ad

আশ্রয়ন প্রকল্পে হামলায় কিশোরগঞ্জ জেলা প্রশাসনের মামলা

 প্রকাশ: ১৩ জুলাই ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   জেলা প্রশাসক

গত ৯জুলাই রাতে কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার জিনারী ইউনিয়নের চরজিনারীতে মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য নবনির্মিত আশ্রয়ণ প্রকল্পে ১০-১২ জন লোক অতর্কিত হামলা করে। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে প্রকল্পের নির্মাণাধীন একটি ঘরের দরজা, দুইটি জানালা কুপিয়ে কেটে ফেলে। তাৎক্ষণিকভাবে প্রকল্পের নির্মাণ শ্রমিক ও এলাকাবাসী চলে আসলে দুস্কৃতকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। উল্লেখ্য যে, মুজিববর্ষ উপলক্ষে ১ম ও ২য় পর্যায় মিলিয়ে হোসেনপুরের চরজিনারীতে ২৫টি ঘর নির্মাণ করা হয়েছে।নির্মাণ শ্রমিকদের ভাষ্যমতে, স্থানীয় একদল চাঁদাবাজ তাদের কাছে চাঁদা দাবি করে না পাওয়ায় অতর্কিত হামলা করে। হামলার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলমের নির্দেশে উপজেলা নির্বাহী অফিসার, হোসেনপুর পুলিশসহ রাতেই সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনার প্রেক্ষাপটে জেলা প্রশাসক এর নির্দেশনায় শনিবার রাতেই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাদী হয়ে সরকারি আশ্রয়ণ প্রকল্পে চাঁদা দাবি ও ভাংচুরের অভিযোগে হোসেনপুর থানায় একটি মামলা দায়ের করে। জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম হোসেনপুর উপজেলার চরজিনারীতে আশ্রয়ণ প্রকল্পের ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা ভাইস চেয়ারম্যানদ্বয়, হোসেনপুর পৌরসভার মেয়র, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, মেম্বার, উপজেলার অন্যান্য কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ, গণ্যমান্য ব্যাক্তিবর্গসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

BBS cable ad

জেলা প্রশাসক এর আরও খবর: