শিরোনাম

South east bank ad

আশ্রয়ন প্রকল্প পরিদর্শনে বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি

 প্রকাশ: ১৩ জুলাই ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   জেলা প্রশাসক

আজ বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের তালুকদার পাড়ায় ভূমিহীনদের জন্য প্রধানমন্ত্রীর উপহারের ঘরগুলোর নির্মাণ কাজ পরিদর্শন করেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি। এসময় উপস্থিত ছিলেন ইউএনও রোয়াংছড়ি,তারাছা ইউনিয়নের ২ ও ৩ নং ওয়ার্ডের মেম্বারদ্বয়, পুলিশ ক্যাম্প ইনচার্জ জাফর, পুলিশ ফাঁড়ির সদস্যগণ, তালুকদার পাড়ার বাসিন্দাগণ।
এ পাড়ায় সড়কপথে কোন যোগাযোগের ব্যবস্হা নেই। একটি ব্রিজ নির্মাণাধীন আছে। ব্রিজটি নির্মাণ হলে তালুকদার পাড়ার ৮৯ টি পরিবারের উপজেলা সদরের সাথে যোগাযোগ সহজ হবে এবং নদীর দুই পাড়ে দুই পুলিশ ক্যাম্পের সদস্যদের যোগাযোগসহ কাজ করা সহজ হবে।
নদীপাড় হয়ে বাড়ীগুলোর নির্মাণ কাজ ও জনস্বাস্থ্য প্রকৌশল কর্তৃক ডিপ টিউবওয়েল স্হাপনের কাজ পরিদর্শন করেন জেলা প্রশাসক। প্রধানমন্ত্রী কর্তৃক পাড়াবাসী দরিদ্র ভূমিহীনদের ঘর উপহার দেয়ায় তারা প্রধানমন্ত্রীর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন। মালামাল পরিবহনের প্রতিকূলতা সত্বেও এ দূর্গম পাড়ার ভূমিহীনদের নির্বাচন করে ঘর নির্মাণ করে দেয়ার জন্য জেলা প্রশাসক বান্দরবান উপজেলা নির্বাহী অফিসার রোয়াংছড়ি ও তাঁর টিমকে ধন্যবাদ জানান।

BBS cable ad

জেলা প্রশাসক এর আরও খবর: