ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মিত ঘর পরিদর্শন করলেন ময়মনসিংহের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক
১৩ জুলাই ময়মনসিংহ জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক মুক্তাগাছা উপজেলার তারাটি ইউনিয়নে আশ্রয়ণ প্রকল্পের আওতায় দ্বিতীয় পর্যায়ের নির্মিতব্য ১৭ টি ঘর পরিদর্শন করেন। ইতোমধ্যেই এখানে প্রথম পর্যায়ের ১০ টি ঘরের নির্মাণকাজ সফলভাবে সম্পন্ন হয়েছে এবং দশটি পরিবার পুনর্বাসিত হয়েছে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মুক্তাগাছা উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল মনসুর, সহকারী কমিশনার (ভূমি) মো: মাসুদ রানা ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ। এ সময়ে জেলা প্রশাসক উপকারভোগীদের সাথে কুশল বিনিময় করেন, তাদের যে কোনো সমস্যা সমাধানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং দ্রুততম সময়ে ঘরের নির্মান কাজ সম্পন্ন করার নির্দেশনা প্রদান করেন।