বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালতের ৮৮৩ মামলা
বাগেরহাটে স্বাস্থ্যবিধি না মানায় চলতি মাসে ৯২২ জনকে অর্থদন্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময়ে ৮৮৩টি মামলার অনুকূলে ৪ লাখ ৪৩ হাজার ৬৩৫ টাকা জরিমানা আদায় করা হয়। কারাদন্ড দেওয়া হয় ১১ জনকে। ৮৩ টি ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জেলা ও ৯টি উপজেলা প্রশাসন এই দন্ড দেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় পুলিশের পাশাপাশি, বিজিবি ও সেনাসদস্যরা নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সহযোগিতা করেছেন।
সোমবার দুপুরে বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়ন ও করোনা সংক্রমণ রোধ করতে জেলা প্রশাসন প্রথম থেকেই নানা উদ্যোগ গ্রহন করেছে। স্বাস্থ্যবিধি না মানায় জুলাই মাসের প্রথম দশ দিনে ৯২২ জনকে অর্থদন্ড করা হয়।
এ সময়ে ৮৮৩টি মামলার অনুকূলে ৪ লাখ ৪৩ হাজার ৬৩৫ টাকা জরিমানা আদায় হয়। কারাদন্ড দেওয়া হয় ১১ জনকে। ৮৩ টি ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জেলা ও ৯টি উপজেলা প্রশাসন এই দন্ড দেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় পুলিশের পাশাপাশি, বিজিবি ও সেনাসদস্যরা নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সহযোগিতা করেছেন। মানুষকে ঘরে রাখতে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার পাশাপাশি খাদ্য সহায়তাও প্রদান করা হচ্ছে।