ক্ষতিগ্রস্ত ৫শ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক
বৃহত্তর নোয়াখালী কর্মকর্তা ফোরাম এর কর্মকর্তা এবং অত্র এলাকার কৃতি সন্তান সাবেক সচিব মোহাম্মদ বেলায়েত হোসেন, বিদ্যুৎ বিভাগের সচিব মোঃ হাবিবুর রহমান, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সাবেক সচিব জি এম সালেহ উদ্দীন, ইরাক দূতাবাসের অ্যাম্বাসেডর জনাব ফজলুল বারী, সাবেক বিআরটিএ চেয়ারম্যান কামরুল আহসান এবং অন্যান্য কর্মকর্তার পক্ষ থেকে ও আবুল খায়ের গ্রুপের সৌজন্যে লক্ষীপুর জেলা স্টেডিয়ামে করোনাভাইরাস জনিত রোগ (কোভিড-১৯) এর বিস্তাররোধকল্পে আরোপিত বিধিনিষেধে ক্ষতিগ্রস্ত ৫শ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক মোঃ আনোয়ার হোছাইন আকন্দ। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোহাম্মদ নূর এ আলম, কুমিল্লা সেনানিবাসের ক্যাপ্টেন রাহাত, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম ও প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।