আলাউদ্দিন-রোজিনার পরিবারের পাশে দাঁড়ালেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে হাউজিং এলাকার একটি ভাড়াবাসায় ছয় বছর ধরে বসবাস করেন দম্পতি আলাউদ্দিন-রোজিনা। তাদের দুজনের গ্রামের বাড়ি চাঁদপুরের ইসলামাবাদে। আহনাফ রিয়ান ছাড়াও আরমান ইসলাম নামের দুই বছরের একটি সন্তান রয়েছে তাদের।
জন্মের পর মাত্র দেড় বছর বয়সে হার্টের ছিদ্র ধরা পড়ে আহনাফ রিয়ানের (৪)। চিকিৎসক পরামর্শ দেন এক মাসের মধ্যে তার অস্ত্রোপচার করতে হবে। এদিকে আহনাফের বাবা মোহাম্মদ আলাউদ্দিনের দেড়মাস আগে পায়ুপথে টিউমার হওয়ার পর ক্যান্সার ধরা পড়েছে। করোনার প্রভাবে ছয় মাস আগে চাকরি হারান তিনি।
পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি আলাউদ্দিনের চাকরি না থাকা এবং স্বামী-সন্তানের চিকিৎসা ও সংসার চালানোর জন্য অর্থের জোগান কিভাবে হবে, এ নিয়ে দুশ্চিন্তার শেষ ছিল না রোজিনা আক্তারের।
পরিবারের মানবিক এই বিষয়টি নিয়ে গত ৬ জুলাই মঙ্গলবার ‘স্বামীর ক্যান্সার ছেলের হার্টে ছিদ্র, সবার সহযোগিতা চান রোজিনা’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশ করে একটি অনলাইন পোর্টাল।
খবরটি নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহর নজরে আসে। গতকাল বুধবার ১৪ জুলাই বিকেলে নিজ কার্যালয়ে তিনি রোজিনার স্বামীর চিকিৎসার জন্য নগদ ২০ হাজার টাকার আর্থিক সহায়তা দেন। এছাড়া তিনি সমাজসেবা অধিদফতরের মাধ্যমেও সহায়তা করার আশ্বাস দেন।
এর আগে একই প্রতিবেদনের সূত্র ধরে ৯ জুলাই শুক্রবার রাজধানীর ল্যাবএইড হাসপাতালে রোজিনার সন্তানের হার্টের অস্ত্রোপচারের খরচ দেন সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ।
আর গত সোমবার ১২ জুলাই রোজিনার স্বামীর চিকিৎসার জন্য এক লাখ টাকা আর্থিক সহায়তা দেন নারায়ণগঞ্জ জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান লিপি ওসমান।