সবাইকে স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদযাপনের আহ্বান জানালেন নোয়াখালীর জেলা প্রশাসক
নোয়াখালীতে আজ বৃহস্পতিবার ১৫ জুলাই ২০২১ইং সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আসন্ন পবিত্র ঈদুল আজহা-২০২১ উপলক্ষ্যে জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলমের সভাপতিত্বে স্বাস্থ্যবিধি প্রতিপালন সাপেক্ষে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় সম্মানিত অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা), উপজেলা নির্বাহী অফিসার (নোয়াখালী সদর), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), সিনিয়র তথ্য অফিসার, উপ-পরিচালক, ইসলামিক ফাউন্ডেশন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তাসহ জেলা পর্যায়ের বিভিন্ন অফিসের অফিস প্রধান, নোয়াখালী জেলার মসজিদসমূহের খতিব ও ইমামসহ বিভিন্ন স্তরের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সভায় স্বাস্থ্যবিধি মেনে পবিত্র ঈদুল আজহা উদযাপন, ঈদ জামাতের সময়, স্থান এবং অংশ নেওয়ার নির্দেশনাগুলো, পশু কোরবানি ও চামড়া ব্যবস্থাপনা, পশুর হাটের স্থান এবং কেনাকাটাসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়াদি নিয়ে আলোচনা করা হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান নোয়াখালী জেলার সর্বস্তরের মানুষকে অগ্রিম ঈদ মোবারক জানান এবং সবাইকে স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদযাপনের অনুরোধ করেন।