অনলাইন পশুর হাটের ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপসের উদ্বোধন করলেন ফেনীর জেলা প্রশাসক
ফেনীতে আজ বৃহস্পতিবার ১৫ জুলাই ২০২১ইং তারিখ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনলাইন পশুর হাট, ফেনীর ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপসের উদ্বোধন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী।
ফেনীর ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপসের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সেলিম মাহমুদ-উল হাসান।
এ প্লাটফর্মের মাধ্যমে পশু ক্রয়- বিক্রয়ের তথ্য পাওয়া যাবে।