সরকার ঘোষিত বিধিনিষেধ বাস্তবায়নে বাগেরহাটে ৩৩ মামলায় সাড়ে ১৫ হাজার টাকা জরিমানা আদায়
কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত বিধিনিষেধ বাস্তবায়নে বাগেরহাট জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আজিজুর রহমানের নির্দেশনায় গতকাল ১৪জুলাই জেলা ও উপজেলা প্রশাসনের ৭ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় স্বাস্থ্যবিধি লঙ্ঘনের জন্য ৩৩ টি মামলায় ৩৪ জনকে ১৫হাজার ৫শ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। মাস্ক বিতরণ ও সচেতনতা বৃদ্ধির জন্য মাইকিং কার্যক্রম অব্যাহত রয়েছে।