নড়াইল শিশু পরিবারে ঈদ উপহার বিতরণ করলেন জেলা প্রশাসক হাবিবুর রহমান
নড়াইলের জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান নড়াইল জেলা শিশু পরিবার নিবাসী শিশুদের হাতে আসন্ন পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষ্য উপহারসামগ্রী তুলে দেন। উপহারসামগ্রীর মাঝে রয়েছে ১টি শার্ট, ১ জোড়া প্লাস্টিক স্যান্ডেল, ১ জোড়া চামড়ার জুতো, ১টি টুথব্রাশ৷ জেলা প্রশাসক শিশুদের সাথে সরাসরি কথা বলে তাদের থাকা-খাওয়া, পড়াশোনাসহ বিভিন্ন বিষয়ে খোঁজ নেন। এছাড়াও জেলা প্রশাসক শিশুদেরকে কোভিড-১৯ অতিমারী প্রতিরোধে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে সচেতন করেন। এসময় শিশুদের পক্ষ থেকে জেলা প্রশাসককে আসন্ন পবিত্র ঈদ-উল-আজহায় তাদের সাথে সময় কাটানোর অনুরোধ করা হলে জেলা প্রশাসক তাদের দাওয়াত গ্রহণ করার পাশাপাশি সরকারি ব্যবস্থাপনার বাইরে তাঁর ব্যক্তিগত পক্ষ থেকে শিশুদের জন্য খাসি কুরবানির ব্যবস্থা করবেন জানালে শিশুরা উৎফুল্ল হয়ে ওঠে। উক্ত অনুষ্ঠানে জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক জনার রতন কুমার হালদারও উপস্থিত ছিলেন।