গাইবান্ধায় সংস্কৃতিসেবীদের আর্থিক সাহায্য প্রদান করলেন জেলা প্রশাসক
কোভিড-১৯ ভাইরাস সংক্রমণ জনিত সমস্যার কারণে কর্মহীন হয়ে পড়া সংস্কৃতিসেবীদের আর্থিক সাহায্য প্রদান করলেন গাইবান্ধার জেলা প্রশাসক। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এর কল্যাণ অনুদান খাত থেকে কোভিড-১৯ ভাইরাস সংক্রমণ জনিত সমস্যার কারণে কর্মহীন হয়ে পড়া ১শ জন সংস্কৃতিকর্মীদের মাঝে প্রত্যেককে ৫হাজার করে মোট ৫০হাজার টাকা প্রদান করেন জেলা প্রশাসক আবদুল মতিন। কর্মহীন সংস্কৃতি কর্মীগন এতে সরকারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।