৩শ সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে দুপুরের খাবার বিতরণ করলো বরিশাল জেলা প্রশাসন
গত ১৪ জুলাই দুপুর ২ টায় কীর্তনখোলা নদীর তীরে অবস্থিত ৩০ গোডাউন বধ্যভূমি নদীর পারে ৩শ সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়। উল্লেখ্য, বরিশাল শহরের ৯ টি স্বেচ্ছাসেবী সংগঠনের সমন্বিত উদ্যোগের মাধ্যমে প্রতিদিন ৩ শতাধিক সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে খাবার বিতরণ করা হচ্ছে। প্রত্যেক শিশু অত্যন্ত সুশৃঙ্খলভাবে স্বেচ্ছাসেবীদের নিকট থেকে খাদ্যসামগ্রী গ্রহণ করেছে। এরকম একটি মহতী উদ্যোগের সাথে পাশে দাঁড়াতে জেলা প্রশাসনের পক্ষ থেকে ১০০ কেজি চাল দেওয়া হয়েছে এবং সামনের দিনগুলোতেও প্রয়োজনীয় সহায়তা করার ঘোষণা দেওয়া হয়েছে।