কঠোর বিধিনিষেধ চলাকালীন সময়ে সুনামগঞ্জে ২৮ মামলায় ২৩ হাজার টাকা জরিমানা আদায়
কোভিড-১৯ মোকাবেলায় মন্ত্রিপরিষদ বিভাগের জারিকৃত প্রজ্ঞাপনের আলোকে সুনামগঞ্জের জেলার সকল পৌরসভা ও সকল উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক জনসমাগমস্থলে লকডাউনের বিষয়ে মাইকিং এবং ব্যাপক প্রচারণা চালানো হয়েছে। বিধিনিষেধ কার্যকর করার জন্য সকল উপজেলায় আইনশৃঙ্খলা বাহিনীর টহল বৃদ্ধি করা হয়েছে। সেনাবাহিনীর ৮টিমে ৮০ জন,র্যাবের ২টি টিমে ১৬ জন,বিজিবির ৩টি টিমে ৩৬ জন,ব্যাটালিয়ন আনসার ২টি টিমে ২০ জন এবং পুলিশের ২০ টি টিমে ১৬০ জন নিয়মিত টহল দিয়েছে। তাদের সাথে ছিল দায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ। এসময় ১১টি উপজেলায় বিধি-নিষেধ লংঘনের জন্য ৮টি পৃথক মোবাইল কোর্টের মাধ্যমে ২৮ টি মামলায় ২৮ জনকে ২২ হাজার ৮শ টাকা জরিমানা প্রদান করা হয়েছে।