নেত্রকোনা জেলা প্রশাসন ১ হাজার পরিবহণ শ্রমিককে খাদ্য সহায়তা দিলো
কোভিড-১৯ সংক্রমণ হ্রাসকরণ, চলমান বিধি-নিষেধ পরিস্থিতি এবং আসন্ন ঈদুল আজহা বিবেচনায় নিয়ে শহরের আঞ্জুমান সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে খেটে-খাওয়া ১হাজার পরিবহন শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হয়। আজ ১৫ জুলাই নেত্রকোণা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজি মোঃ আবদুর রহমান পরিবহন শ্রমিকদের হাতে এ খাদ্য সহায়তা তুলে দেন। চলমান বিধি-নিষেধ প্রতিপালন এবং আসন্ন ঈদুল আজহার দরুন খাদ্য সহয়তা পেয়ে খেটে-খাওয়া পরিবহন শ্রমিকরা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করে। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক); অতিরিক্ত পুলিশ সুপার, প্রেসক্লাবের সম্পাদক, রেড ক্রিসেন্টের সাধারণ সম্পাদক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দসহ অন্যান্য সুধীজন উপস্থিত ছিলেন।