বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন বরিশাল জেলা প্রশাসক
শনিবার (২৪ জুলাই) গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন বরিশাল জেলার জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। এ সময় তাঁর পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
জসীম উদ্দীন হায়দার বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) ২২তম ব্যাচে পুলিশ ক্যাডারে যোগ দেন। বরিশালে জেলা প্রশাসক হিসেবে যোগদানের পূর্বে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক পদে কর্মরত ছিলেন। এর আগে তিনি নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসকের দায়িত্বেও ছিলেন।