শিরোনাম

South east bank ad

ভোলা জেলা প্রশাসনের বিধি-নিষেধ বাস্তবায়নের ৩য় দিনে ১১২ মামলা

 প্রকাশ: ২৬ জুলাই ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   জেলা প্রশাসক

সরকার কর্তৃক জনস্বার্থে আরোপিত কঠোর বিধি-নিষেধ বাস্তবায়নের ৩য় দিনে ভোলায় জেলা প্রশাসন, বাংলাদেশ নৌবাহিনী, বিজিবি, জেলা পুলিশ, নৌ-পুলিশ ও র‍্যাব সদস্যদের নিয়ে সমন্বিত অভিযান পরিচালিত হয়েছে।

করোনায় ক্ষতিগ্রস্ত স্বল্প আয়ের মানুষের জন্য চলমান রয়েছে টিসিবিতে পণ্য বিক্রয়, ও.এম.এস. প্রোগ্রামের মাধ্যমে স্বল্পমূল্যে চাল বিক্রয়, সরকারি ত্রাণ ও নগদ অর্থ সহায়তাসহ নানামুখী কার্যক্রম।

এছাড়া সংক্রমণ প্রতিরোধে করোনা আক্রান্ত ব্যক্তিদের বাড়ি বাড়ি গিয়ে আইসোলেশন নিশ্চিত করা হচ্ছে এবং তাদের চিকিৎসা ও অন্যান্য সুযোগ-সুবিধার বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ভোলায় করোনা সংক্রমণ দিনদিন বৃদ্ধি পাচ্ছে। রবিবার একদিনে ভোলায় ১৩৭ জনের করোনা সনাক্ত হয়েছে যা এযাবৎকালের মধ্যে সর্বোচ্চ। সনাক্তের হার ৬২.৩%!। অতীব জরুরি প্রয়োজন না হলে কাউকে বাইরে বের হতে না করা হয়েছে। অকারণে বাসার বাইরে বের হলে জেল-জরিমানা হতে পারে।

করোনাভাইরাসজনিত রোগ কোভিড-১৯ প্রতিরোধে সরকার কর্তৃক জনস্বার্থে আরোপিত বিধি-নিষেধ ও স্বাস্থ্যবিধি অমান্য করায় রবিবার ভোলা জেলায় মোট ১২ টি মোবাইল কোর্টে ১১২ টি মামলায় ১২৪ জনকে ৯৮,৭০০/-টাকা অর্থদন্ড প্রদান করা হয় ও ১ জনকে ০৩ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

BBS cable ad

জেলা প্রশাসক এর আরও খবর: