শিরোনাম

South east bank ad

ময়মনসিংহে কঠোর লকডাউনে প্রশাসনের প্রায় ১২শ’ মামলায় জরিমানা

 প্রকাশ: ২৬ জুলাই ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   জেলা প্রশাসক

এইচ এম জোবায়ের হোসাইন

মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক সর্বশেষ জারিকৃত নির্দেশনা অনুযায়ীকরোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে কঠোর লকডাউনের কড়াকড়ি অবস্থানে রয়েছে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী। ফলে রাস্তা-ঘাট অনেকটা ফাঁকা হয়ে গেছে।প্রশাসনের কড়াকড়ির কারণে জরুরি প্রয়োজন ছাড়া এখন আর মানুষ ঘর থেকে বের না হওয়ার অভ্যাসে পরিণত হচ্ছে। বিভাগের চার জেলায় সার্বক্ষণিক লকডাউন পরিস্থিতির মনিটরিং করে প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ শফিকুর রেজা বিশ^াস ও ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার মোঃ হারুন অর রশিদ।

মাঠ পর্যায়ের মোবাইল টীমকে মনিটরিং করতে ভোর থেকে ময়মনসিংহের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকসহ এডিএম ও এডিসিগণ, ময়মনসিংহর পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামানসহ অতিরিক্ত পুলিশ সুপারগণ ব্যাপক তৎপরতা চালাচ্ছেন। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় বাসার বাইরে যত্রযত্র অবস্থান করতে পারছেনা মানুষ। মোড়ে মোড়ে পুলিশ চেকপোস্টে জবাবদিহিতা করতে হচ্ছে বাইরে বের হওয়া মানুষকে।

লকডাউনে গত ২৩ জুলাই থেকে ২৬ দুলাই দুপুর পর্যন্তময়মনসিংহ জেলায়১ হাজার ১৯৪টি মামলায়৬লাখ ৮৯ হাজার ৭৪৫টাকা অর্থদ- আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। এর আগে ২৩ জুলাই থেকে ২৫ জুলাই পর্যন্ত ময়মনসিংহ জেলায় ১ হাজার ১৪৪ টি মামলায় ৬লাখ ২৩ হাজার ৭৪৫ টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক জানান, মন্ত্রিপরিষদ বিভাগের জারিকৃত নির্দেশনা অনুযায়ী ময়মনসিংহ জেলার ১৩টি উপজেলায় ১৩ জন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ১১ জন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং জেলা প্রশাসন কর্তৃক নিয়োজিত ২৮ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটসহ মোট ৫২ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ভোর ৬টা হতে রাত ১০পর্যন্ত পুরো ময়মনসিংহ জেলায় শহরে স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে অভিযান পরিচালনা করছেন।

অভিযান পরিচালনাকালে অভিযান স্থলে গিয়ে অভিযান কার্যক্রম তদারকি করেন ময়মনসিংহ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এনামুল হক, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক একেএম গালিভ খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাসরিন সুলতানা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সমর কান্তি বসাক।

জেলা প্রশাসনের সাথে সমন্বয়ের মাধ্যমে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র‌্যাব ও আনসার বাহিনী অভিযান পরিচালনায় সার্বক্ষণিকভাবে সহযোগিতা করছে। পাশাপাশি স্বাস্থ্য বিধি নিশ্চিতকরণে স্কাউট, বিএনসিসি ও বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন জেলা প্রশাসনকে সহায়তা করছে। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া ব্যক্তিত্বগণ সর্বক্ষণ মাঠে থেকে প্রয়োজনীয় সহযোগিতা করছেন। জনস্বার্থে জেলা প্রশাসন, ময়মনসিংহের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক।

BBS cable ad

জেলা প্রশাসক এর আরও খবর: