নারায়ণগঞ্জে লকডাউনে অকারণে বের হওয়ায় ৯৪ মামলায় ৯২ হাজার ৮০০ টাকা জরিমানা
নারায়ণগঞ্জে চলছে সরকারঘোষিত কঠোর লকডাউননের পঞ্চম দিন। বিধিনিষেধ কার্যকর করতে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী, বিজিবি, আনসার, পুলিশ ও র্যা ব সদস্যদের। গতকাল সোমবার ২৬ জুলাই সকাল থেকে বিকাল পর্যন্ত সরকারি বিধিনিষেধ অমান্য করে বাইরে বের হওয়া ও দোকান চালু রাখায় বিভিন্ন অপরাধে ৯৪ টি মামলায় ৯২ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল সোমবার ২৬ জুলাই সন্ধ্যায় জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক এ তথ্য নিশ্চিত করেন।
মেহেদী হাসান ফারুক জানান, ২০টি ভ্রাম্যমাণ আদালত, ৪৫ এমএলআরএস ইউনিটের ৩টি পেট্রোলের ৫২ জন সেনাবাহিনীর সদস্যের টহল টিম ছাড়াও ২ প্লাটুন বিজিবি (৪০ জন), পুলিশ ও আনসার বাহিনীর সদস্যগণ কঠোর বিধি নিষেধ বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন। বিকেল পর্যন্ত নারায়ণগঞ্জ জেলায় বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৯৪ টি মামলায় ৯২ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।