লকডাউন বাস্তবায়নে মুন্সীগঞ্জ জেলা প্রশাসন এর কঠোর অবস্থান
করোনা ভাইরাস বিস্তার রোধে সমগ্র মুন্সীগঞ্জ জেলায় কঠোর বিধিনিষেধ (লকডাউন) সংক্রান্ত নির্দেশনাসমূহ বাস্তবায়নের লক্ষ্যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র্যা বসহ বিভিন্ন আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, মাস্ক বিতরণ, প্রধানমন্ত্রীর সহায়তা প্রদান কার্যক্রম পরিচালনা করেন।
এছাড়া দেশে গতকাল সোমবার ২৬ জুলাই নভেল করোনাভাইরাসে মৃত্যু ও আক্রান্তে সর্বোচ্চ রেকর্ড হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে গতকাল ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ ২৪৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৯ হাজার ৫২১ জনে দাঁড়িয়েছে। নতুন মৃতদের মধ্যে ঢাকা ও কুমিল্লায় জেলায় সর্বাধিক মৃত্যুবরণ করেছে।
গতকাল সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে ঢাকা বিভাগের ঢাকা জেলায় ৩৬ জন, ফরিদপুরে ১ জন, গাজীপুর ৯জন, গোপালগঞ্জে ২জন, কিশোরগঞ্জে ২জন, মাদারীপুরে ৫জন, মানিকগঞ্জে ২জন, মুন্সীগঞ্জে ২জন, নারায়ণগঞ্জে ১জন, নরসিংদীতে ২জন, রাজবাড়ীতে ৩জন, শরীয়তপুরে ১জন ও টাঙ্গাইলে ৬জন মারা গেছেন।
জনস্বার্থে মুন্সীগঞ্জ জেলাপ্রশাসনের এ কার্যক্রম অব্যাহত থাকবে।