ভোলায় ভ্রাম্যমাণ আদালতের ৯৫ মামলা, জরিমানা ১ লাখ ২৩ হাজার টাকা
কোভিড-১৯ প্রতিরোধে সরকার ঘোষিত জনগণের স্বার্থে আরোপ করা বিধি-নিষেধ ও স্বাস্থ্যবিধি অমান্য করায় গতকাল ২৭ জুলাই ২১ তারিখ ভোলা জেলায় মোট ১২টি ভ্রাম্যমাণ আদালত ৯৫ টি মামলায় মোট ৯৬ জন ব্যক্তির মধ্যে ৭০ জনকে ১ লাখ ২৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বাকি ২৬ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
বাংলাদেশ নৌবাহিনী, বিজিবি, জেলা পুলিশ, নৌ-পুলিশ ও র্যা বের সহায়তায় জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
বাংলাদেশ নৌবাহিনী, কোস্টগার্ড ও নৌ-পুলিশের সহায়তায় ইলিশা ফেরিঘাটে অভিযান পরিচালনা করছেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। এ সময় রোগী ও বিদেশগামী যাত্রী ছাড়া ইলিশা ফেরিঘাট থেকে কাউকে পারাপার হতে দেওয়া হয়নি। ফেরিঘাট থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলার কয়েক শতাধিক যাত্রীকে ফিরিয়ে দেওয়া হয়।
ভোলার জেলা প্রশাসনের পক্ষ থেকে সবাই মাস্ক পরিধান করতে ও বিনা প্রয়োজনে ঘর থেকে বের হতে নিষেধ করা হয়।