বই বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন নড়াইল জেলা প্রশাসক
নড়াইলে করোনা মহামারির দুঃসময়ে ছাত্র ও যুবক শ্রেণীকে হতাশামুক্ত ও প্রাণোচ্ছল রাখার প্রত্যয়ে “আলোর সহযাত্রী” নামে বই বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।
গতকাল বুধবার ২৮ জুলাই বিকেলে শহরের সুলতান মঞ্চে এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো. ফকরুল হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুমি মজুমদার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেবাশীষ চৌধুরী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম, সহকারী কমিশনার (ভিূমি) কৃষ্ণা রায়সহ সংশ্লিষ্টরা।
জানা গেছে, এখান থেকে বিভিন্ন প্রকার বই নিয়ে যে কেই পড়তে পারবে পরে আবার জমা দিয়ে নতুন বই নিতে হবে। করোনা মহামারির দুঃসময়ে ছাত্র ও যুবক শ্রেণীকে হতাশামুক্ত ও প্রাণোচ্ছল রাখতে এই আয়োজন করা হয় বলে জানান, জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।