শিরোনাম

South east bank ad

বাগেরহাট জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা

 প্রকাশ: ২৯ জুলাই ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   জেলা প্রশাসক

মহামারি করোনাভাইরাসে দেশে মৃত্যুর সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে। গতকাল বুধবার ২৮ জুলাই ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ২৩৭ জন। মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ১৬ জনে।

গতকাল বুধবার ২৪ ঘণ্টায় রেকর্ডসংখ্যক করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে শনাক্ত হয়েছে ১৬ হাজার ২৩০ জন, যা এ যাবতকালে একদিনে সবচেয়ে বেশি। দেশে মোট শনাক্তও ১২ লাখ ছাড়িয়েছে। মোট সংখ্যা দাঁড়িয়েছে ১২ লাখ ১০ হাজার ৯৮২ জন।

গতকাল বুধবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

খুলনার বাগেরহাটে কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত বিধিনিষেধ বাস্তবায়নে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আজিজুর রহমানের নির্দেশনায় গতকাল বুধবার ২৮ জুলাই ২০২১ইং তারিখ জেলা-উপজেলা প্রশাসনের ১১ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এ সময় স্বাস্থ্যবিধি লংঘনের জন্য ৪১ টি মামলায় ৪১ জনকে ৩৯ হাজার ৭০০ টাকা অর্থদণ্ড ও মাদক মামলায় ৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। মাস্ক বিতরণ ও সচেতনতা বাড়ানোর জন্য মাইকিং কার্যক্রম অব্যাহত রয়েছে।

বাগেরহাট জেলা প্রশাসনের পক্ষ থেকে সবাইকে ঘরে থেকে নিজে বাঁচুন এবং অন্যকে বাঁচতে সহযোগীতা করে সরকার ঘোষিত লকডাউনের বিধি-নিষেধ মেনে চলতে বলা হয়েছে।

BBS cable ad

জেলা প্রশাসক এর আরও খবর: